বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক

মুকসুদপুরে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সব ধরনের ঝামেলা মুক্ত এবং নির্বাচন কমিশন গঠিত নীতিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট সমস্যা হলে আইনশৃংখলা বাহিনী সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। তবে বিনা কারনে কোন প্রার্থী যদি আইনশৃংখলা বাহীনিকে ভুল তথ্য দিয়ে হয়রানি করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রত্যেক ভোটারের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
শনিবার (২০ নভেম্বর ) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ফারুক খান মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম সেবা)। গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এডিশনাল এসপি (অপরাধ) নিহাদ আদনান তাইয়্যান, গোপালগঞ্জ সদর সার্কেল এসপি খায়রুল আলম, এএসপি (অপরাধ) মিজানুর রহমান মিজান, মুকসুদপুর কাশিয়ানীর সার্কেল এসপি শাহীনুর চৌধুরী, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া প্রমুখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আনসার কমান্ডার আজহার, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মতবিনিময় সভার সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য, অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ শত ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com