বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় নানা আয়োজন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা প্রাঙ্গণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা’র আয়োজনে এতিম শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে কেক কাটেন এতিমখানা কর্তৃপক্ষ।

এরপর বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বিকেল সাড়ে ৪টায় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা প্রতিষ্ঠার ঐতিহাসিক তথ্য সম্বলিত ফলক এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘নুসরাত জাহান তমা ডাইনিং হল’ এর উদ্বোধন করেন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার প্রশাসক (উপসচিব) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন শাহীন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর ২৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘যে নেতার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশে পেতাম না সেই জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। দিবসটিতে এতিমখানার শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, ঐতিহাসিক নামফলক ও নতুন ডাইনিং এর উদ্বোধন করতে পারায় আমরা গর্বিত। বাচ্চারা যাতে আনন্দে থাকে সেজন্য আমরা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করেছি, ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখব।’
তিনি আরো বলেন, ‘স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ১১২ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এই পর্যায়ে কিভাবে এলো তার ধারাবাহিক বিবর্তন অনেকের জানা দরকার। আবার অনেক সময় বিদেশী অ্যাম্বাসেডররা যখন অনুদান দেন, তারা আসেন। এসেই যাতে এতিমখানা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পায় সে জন্যই ঐতিহাসিক নাম ফলক উদ্বোধন করা।’
তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন শাহীন বলেন , ‘এতিম খানায় ভর্তি শিশুরা যাতে নিজেকে স্বাবলম্বী এবং শক্ত মনের অধিকারী হয়ে এতিমখানা ছাড়তে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে পৌঁছাতে স্থানীয় মানুষের সহযোগিতা জরুরি।’
সকালে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে যথাক্রমে প্রথম স্থান অধিকার করেন সিনথিয়া আক্তার (৫ম শ্রেণি), আমেনা আক্তার (সপ্তম শ্রেণি) এবং রাসেল (১০ম শ্রেণি)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com