বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষন কর্মশালা

গোপালগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষন কর্মশালা

শাওন রেজাঃ
গোপালগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কাজের ডাটা এন্ট্রি অপারেটরদের একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান।

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোঃ মমতাজ আল শিবলী।
এ সময় উপস্থিত ছিলেন, টুংগিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বদরুদ্দীন শেখ ও কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান প্রমূখ।

উল্লেখ্য টুংগিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর প্রুফ রিডারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ১০ জুন থেকে ছবি তোলার কাজ শুরু হবে। গত ২০০৭ সালের ১ জানুয়ারীর আগে যারা জন্ম গ্রহন করেছেন, তারা হালনাগাদ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com