শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠিদের মাঝে অনুদানের চেক বিতরণ

মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠিদের মাঝে অনুদানের চেক বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে ৭৫১ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ১৮ হাজার করে মোট ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল,গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com