বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

নিত্য পন্যের মূল্যবৃদ্ধি জনগণের বুকে পাহাড় সমান বোঝা হয়ে গেছে -শামা ওবায়েদ

নিত্য পন্যের মূল্যবৃদ্ধি জনগণের বুকে পাহাড় সমান বোঝা হয়ে গেছে -শামা ওবায়েদ

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নিত্য পন্যের মূল্যবৃদ্ধি জনগণের বুকে পাহাড় সমান বোঝা হয়ে গেছে। সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের কথা না ভেবে স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে জনগণের ঋণের বোঝা আকাশচুম্বী করেছে। বিদ্যুতের পর এবার গ্যাসের দাম বাড়ল। চুরি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা আড়াল করতেই দাম বৃদ্ধির এ মরণ ফাঁদ তৈরী করছে।
সাবেক রাস্ট্রপতি প্রায়ত জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থ দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সোমবার বিকালে লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহামুদুল হাসান মিরান, শ্রমিকদলের সভাপতি মাসুদ রানাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com