বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

মুকসুদপুরে ভাষমান বেডের সবজি চাষ পরিদর্শন করেলেন কৃষি মন্ত্রনালয়ের সচিব

মুকসুদপুরে ভাষমান বেডের সবজি চাষ পরিদর্শন করেলেন কৃষি মন্ত্রনালয়ের সচিব

Exif_JPEG_420

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগেঞ্জর মুকসুদপুরে ভাসমান বেডের সবজি চাষ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: ছায়েদুজ্জামান। শনিবার ( ১১ মার্চ ) সকালে মুকসুদপুর পৌরসভার লখাইরচড় গ্রামের কুমার নদীতে ভাষমান বেডের সবজি চাষ পরিদর্শন করেন তিনি। তিনি ভিন্ন কৃষকের প্রায় ২০ টি ভাসমান বেড পরিদর্শন করেন এবং একটি ভাষমান বেডে করলার চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ কুমার, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন সেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার, দেবাশিষ দাস প্রমুখ।
কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: ছায়েদুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও ফাকা থাকবেনা এরই ধারাবাহিকতায় কৃষি বিপ্লবের চেষ্টা চলছে। আশা করা যায় কোন জমি পতিত থাকবেনা। এই ভাসমান বেডে যে ফসল ফলানো হয় এটা অনেকটা অর্গানিক পদ্ধতিতে। এখানকার সবজি খুবই পুষ্টিকর, ভেজাল মুক্ত এবং সুস্বাদু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com