সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মুকসুদপুরে সেলাই মেশিন বিতরণ করেন অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মনজুরুল হক লাবলু। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৫০ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মনজুরুল হক লাবলু মঙ্গলবার বিকালে কমলাপুরে সেলাই মেশিন বিতরণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার জন্মদিনে কেককাটা শেষে মুকসুদপুর উপজেলার ৫০ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মনজুরুল হক লাবলু।
এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, ভাবড়াশুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের, খান্দারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যার সাইদুল মুন্সী, বহুগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস, ননিক্ষির ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর, বাটিকামারি ইউনিয়নের চেয়ারম্যান এবাদত মাতুব্বর, দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাগর মোল্যা, জলিরপার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়, মুকসুদপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার, পশারগাতি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালমিন মিয়া, অগ্রণী ব্যাংকের ম্যানেজার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।