বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ করলেন মুকসুদপুর উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। মঙ্গলবার সকালে রবিউল আলম শিকদারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর মিয়া। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ রওশন আলী মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টুটুল, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান স্বপন, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুর ইসলাম, ননীক্ষির ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসাদ মিনা, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, জেলা পরিষদের সদস্য শাহরিয়ার বিপ্লব, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াচ মিয়া সহ উপজেলার আওয়ামীলীগের অঙ্গ সঙ্গঠনের নেতাকর্মী।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ৩য় ধাপে তফসিল ঘোষণা করেছে। তফসিল মতে মুকসুদপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ ২০১৯। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারী, বাছাই ২৮ ফেব্রুয়ারী এবং প্রত্যাহার ৭ মার্চ।