বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
বাংলার নয়ন রির্পোটঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও গোপালগঞ্জ ১ আসন থেকে ৩বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এ্যাড. কাজী আব্দুর রশীদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাড.কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব শাবান মাহামুদ।
এ্যাড.কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের আহবায়ক আইটি স্পোশালিষ্ট কাজী হারুন অর রশীদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গোপালগঞ্জ জেলা সিপিবির সভাপতি কমরেড অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. মুন্সি মোঃ অতিয়ার রহমান, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন মোল্লা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, রাগদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান মিয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগষ্টের শহীদ ও এ্যাড. কাজী আব্দুর রশীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।