বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
মোঃ তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নিয়ে গঠিত উপজেলা পরিষদ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান ৬ জন প্রার্থী। দলীয় সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্তÍ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোয়ন পত্র নিয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহাম্মেদ মুক্তু, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান, কাশালিয়া ইউনিয়নের আরিফুর রহমান মিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য উজানী ইউনিয়নের সন্তান মো: কাইমুজ্জামান রানা।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মুকসুদপুর উপজেলা যুবলীগ ও গোপালগঞ্জ-মুকসুদপুর-কাশিয়ানী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, জহির হাচান টিটো, গোবিন্দপুর ইউনিয়নের বেলায়েত হোসেন, বহুগ্রাম ইউনিয়নের পরিতোষ সরকার, গোবিন্দপুর ইউনিয়নের শফিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোবিন্দপুর ইউনিয়নের কৃতিসন্তান হাফিজুর রহমান লেবু, বহুগ্রাম ইউনিয়নের সৈকত মন্ডল, মুকসুদপুর পৌরসভাধীন টেংরাখোলা গ্রামের জাহিদ মোল্যা, মুকসুদপুর পৌরসভাধীন সুন্দরী গ্রামের সাইফুর রহমান মনা মৃধা, মুকসুদপুর পৌরসভাধীন কমলাপুর গ্রামের যুবলীগ নেতা আবুল হাসান (হাসান মুন্সী), ভাবড়াশুর ইউনিয়নের দুলাল হোসেন, মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রামের মিজানুর রহমান মোল্যা, মহারাপুর ইউনিয়নের রবিউল ইসলাম, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম মাসুদুর রহমান, মাহারপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃতিসন্তান হুসাইন আহাম্মেদ কবির, খান্দারপাড় ইউনিয়নের আজিজুল হক উজ্জ্বল মুকসুদপুর পৌরসভাধীন প্রভাকরদী গ্রামের সুমন মুন্সী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাণী দূর্গা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রেঞ্জুয়ারা বেগম, রাঘদী ইউনিয়নের রেহানা বেগম, এবং কাশালিয়া ইউনিয়নের হারিজা আক্তার।