বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
বাংলার নয়ন রির্পোট:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় থেকে মাইক্রোবাসে নারায়নগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন তিন সন্তানের জননী সুফিয়া বেগম। নিখোঁজ সুফিয়া বেগমের স্বামী উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের মুকসুদপুর থানায় ১৪ ফেব্রুয়ারী করা ৪৭৩ নং সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়, গত ১১ ফেব্রুয়ারী সকালে সুফিয়া বেগমের বাবার বাড়ী নারায়নগঞ্জ যাওয়ার জন্য মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি মাইক্রোবাসে মতিয়ার উঠিয়ে দেয়। এক ঘন্টা পরে স্ত্রীকে মোবাইল ফোনে ফোন করলে তার মোবাইল বন্ধ পায়। সুফিয়া বেগমের বাবার বাড়ী নারায়নগঞ্জে খোজ নিলে সেখানেও যায়নি বলে জানাযায়। সেই থেকে এ রির্পোট লেখা পর্যন্তার তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কোন স্বহৃদয় ব্যক্তি সুফিয়া বেগমের সন্ধান পেলে ০১৯৩৬৫৭৯৩৫২ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার পরিবার। উল্লেখ্য সুফিয়া বেগম অপু শেখ (২২), দিপু শেখ (২০) এবং আয়শা খানম (১৮) নামের তিনটি সন্তান রয়েছেন।