সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
বাংলার নয়ন রিপোর্টঃ বিগত আগষ্ট মাস থেকে এক নাগাড়ে বিরামহীন বৃষ্টিতে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক সহ বসতি এলাকা পানিতে ডুবে যায়। অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেনগুলি অনেক আগেই ময়লা আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় এবং কোনদিন পরিষ্কার না করায় এ জলাবদ্ধতার ফলে পৌরবাসীদের দুর্ভোগ চরমে ওঠে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার ধর্ণা দিয়েও কোন ফলোদয় হয়নি। অবশেষে এলাকার বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে তাদের সমস্যার বিষয়ে অবগত করলে তিনি এ জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। ভেকু এনে ড্রেনের উপরের বিশাল বিশাল স্লাব সরিয়ে প্রায় দুই সপ্তাহের চেষ্টায় ড্রেন পরিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে ড্রেন পরিচ্ছন্নতার কাজ শেষ করেন। পানি নিষ্কাশন হলেও আরেক সমস্যায় এখন ভুগতে হচ্ছে পৌরবাসীকে। ময়লা আবর্জনা ড্রেন থেকে তুলে স্তুপ করে রাখা হয় রাস্তার পাশেই। এত রাস্তার প্রসস্ততা যেমন কমে গেছে, তেমনি এ থেকে বের হচ্ছে উৎকট দুর্গন্ধ। সামান্য একটু বৃষ্টি হলেই ভোগান্তি আরো বেড়ে যায়। পৌরসভার বাজারের কিছু অংশ পারিষ্কার করা হলেও অন্যান্য সড়কের আবর্জনা সরানোর কোন উদ্যোগ নেই। ভুক্তভোগিদের এ ভোগান্তি থেকে কে মুক্তি দিবেন এবং দায়িত্ব কার, এমন জিজ্ঞাসা পৌরবাসীর।