মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা প্রতিনিধি:
ইউনিয়নের উন্নয়ন পেতে চাইলে আমার মনোনিত প্রার্থী সোহাগ ভাইকে ভোট দিবেন। ভোট দিবেন আপনারা উন্নয়ন করবো আমি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা হাটে স্থানীয় আওয়ামী লীগ নেতা মবেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্যের সময়ে এ মন্তব্য করেন এমপি নিক্সন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, আসন্ন চুমুরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম সোহাগ, আসাদুজ্জামান চন্দন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।