মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
আর টি হাসানঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের মনোনীত ৫ জন প্রার্থী ও স্বতন্ত্র ৩জন প্রার্থী বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬ টি কেন্দ্রে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ভাওয়াল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা) প্রতিকে ৮৮৭৬ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ইমন (আনারস) প্রতিক পেয়েছেন ১৬৭৬ ভোট ও জাকের পার্টির মনোনীত প্রার্থী আবুল হাসান (গোলাপ ফুল) প্রতিকে পেয়েছেন ৮২৫ ভোট।
মাঝারদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফছার উদ্দিন (নৌকা) প্রতিকে ৭২৬৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আঃ মতিন উজ্জল (আনারস) প্রতিক পেয়েছেন ৩৭৯৫ ভোট।
আটঘর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শহীদুল হাসান খান সোহাগ (নৌকা) প্রতিকে ৬,৮৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহিনুর রহমান (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৫,৮৪৫ ভোট।
গট্টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান লাভলু (নৌকা) প্রতিক ৮,০২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার রেজাউর রহমান চয়ন (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৫,১১৫ ভোট।
সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান বাবু (নৌকা) প্রতিকে ৬,৭৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ফরহাদ (আনারস) প্রতিক পেয়েছেন ৫,৭৮৬ ভোট।
রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইশারত হোসেন (টেলিফোন) প্রতিকে ৩৩৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (টেবিল ফ্যান) প্রতিক পেয়েছেন ১৭৯২ ভোট।
বল্লভদি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহীন (আনারস) প্রতিকে ৫,৪০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম (নৌকা) প্রতিক পেয়েছেন ৫,৩৭৯ ভোট।
যদুনন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিক মোল্যা (মোটরসাইকেল) প্রতিকে ৩৭৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আঃ রব মোল্যা (নৌকা) প্রতিক পেয়েছেন ৩৬২৭ ভোট।
এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৭২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন নির্বাচিত হয়েছেন।