সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
তৃতীয় ধাপে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মোঃ এমদাদ হোসেন এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে মোঃ এমদাদ হোসেন অভিযোগ করেন, প্রতিদ্বন্দী প্রার্থী নূরে আলম তাঁর কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, গতকাল গভীর রাতে নূরে আলম তাঁর সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগ করেছেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল, বেঞ্চসহ নির্বাচনী পোস্টার পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। এছাড়া নুরে আলমের সমর্থক বিএনপি নেতা ফারুক আহম্মেদ নিবার্চনী আচরবিধি ভেঙ্গে ওই ইউনিয়নের শাটিয়ানী গ্রামের নিরীহ হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘর ভাংচুর করেন বলে জানান। তিনি আরো জানান, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহোল। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া বলেন, এখনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।