সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক প্রার্থীর হয়ে ভোটারদের টাকা দিতে গিয়েছিলেন এক কর্মী। টাকাসহ ওই কর্মীকে ধরে ডিবি পুলিশে দেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া নতুন বাজরে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মোঃ শওকত শেখ ওই ওয়ার্ডের প্রার্থী খন্দকার ইমারত হোসেন ফুটবল মার্কা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। মোঃ শওকত শেখ গোলাবাড়ীয়া গ্রামের আ: রশিদ সেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম।