সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নে ১৩ টিতে নৌকার বিজয় ১ টিতে বিদ্রোহী ২ টিতে স্বতন্ত্র জয়ী হয়েছে । ইউনিয়ন গুলি হলো -পশারগাতি রহমান মীর (নৌকা), গোবিন্দপুর ওবায়দুর (নৌকা), খান্দারপাড়া সাব্বির খান (নৌকা), বহুগ্রাম পরিতোষ সরকার (নৌকা), বাঁশবাড়ীয়া মনিরুজ্জামান মোল্যা (নৌকা), ভাবড়াশুর রিফাতুল আলম মুছা (নৌকা), বাটিকামারি শাহ আকরাম জাফর (নৌকা), রাঘদী নৌকা সাহিদুর রহমান টুটুল (নৌকা) , গোহালা নজরুল ইসলাম (নৌকা), উজানী শ্যামল বোস (নৌকা) , কাশালিয়া সিরাজুল ইসলাম (নৌকা), ননীক্ষির শেখ রনি আহম্মেদ (নৌকা), দিগনগর হাজী মোহাম্মদ আলী (নৌকা ) বেসরকারী ও আওয়ামীলীগের প্রাপ্ত তথ্যমতে বিজয়ী ।
একজন বিদ্রোহী মহারাজপুর সালাউদ্দীন মিয়া (বিদ্রোহী) এবং স্বতন্ত্র মোচনা এমদাদ আনারস, জলিরপাড় মিহির কান্তি রায় (আনারস)।