বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে মোবাইল চুরি ঘটনা বেড়েই চলেছে। নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে। জানাগেছে, গত কয়েকদিন মুকসুদপুর পৌর সদরের গোপিনাথপুর মিয়া বাড়ী মোঃ শহীদুল ইসলাম বেলায়েত মিয়ার একটি মোবাইল, তার ছেলে মনিরুল ইসলাম কানন একটি, মুকসুদপুর কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবরের ২ টি, মুকসুদপুর পৌর কাউন্সিলর জাকির মিয়া, মোঃ সুমন আহম্মেদের মোবাইল চুরি সহ আরো কয়েকটি মোবাইল চুরির খবর পাওয়া গেছে। এছাড়া মোবাইল চুরির পাশাপাশি মানিব্যাগের টাকা, ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। সূত্রে জানাযায় বাড়ীর জানালার গ্লাস অভিনব কায়দায় খুলে চোরেরা বাঁশের লাঠির মাথায় হুক লাগিয়ে এ গুলো চুরি করছে। বর্তমানে মুকসুদপুর সদর বাজারেও এ ঘটন ঘটছে। এছাড়া চৌরঙ্গীতে অবস্থিত বিপুল সাহার দোকানে প্রায় ৩ লাধীক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানাগেছে। অনেকের ধারনা মাদকের সঙ্গে জড়িতরা এসব চুরির সাথে জড়িত থাকতে পারে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি এলাকাবাসীর।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন, চুরি ঘটনায় কেহ অভিযোগ করেনি তবে মোবাইল হারানোর বিষয়ে কয়েকটি জিডি করেছে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।