মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ী ও ওয়ারেন্ট ভুক্ত মামলায় ৪ জনকে গ্রেফতার করেছেন মুকসুদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায় গত ১৭ ডিসেম্বর রাত আটটা থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানায় উপজেলা গোবিন্দুপুর ইউনিয়নের হাকিমপুর জাকিরের স-মিলের সামনে থেকে ৪ জুয়াড়ুকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়া সংগিয় ফোর্স নিয়ে মশিউর রহমান (৫৫), আলমগীর (৫৫), আলিম খান (৩০) , দাউদ আলী (৬০) কে গ্রেফতার করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত খোকন (২৬), মোঃ ফয়সাল শেখ(৩৫) ও মাদক মামলায় আব্দুল আহাদ খান (২৭), সাইফুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করা হয়। জুয়া , মাদক ও ওয়ারেন্ট ভূক্ত আসামীদের শনিবার সকালে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।