মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে সরকারি এম এন একাডেমী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন্য উম্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে এ ভর্তি লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বমোট ৩৮৪ জন শিক্ষার্থী আবেদনের মাধ্যমে লটারিতে অংশ নেয়।
এদের মধ্যে উত্তির্ন সর্বমোট ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে মুক্তিযোদ্ধা কোঠায় ৯ জন ও প্রতিবন্ধী কোঠায় ২ জন নির্বাচিত হয় ।
অনুষ্ঠানটি সরকারি এম এন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়ার তত্ত্বাবধানে, প্রাক্তন শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলুর সঞ্চালনায়, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন সহ উপজেলার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।