মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের সক্রীয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার ভবুকদিয়া নামক স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, বড় দুটি টপ বান্ডিল, রামদা, ছুরা, হাতুরীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
থানা সুত্র জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেনের নির্দেশে এসআই ইলিয়াছ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে ডাকাত দলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো উপজেলার ভবুকদিয়া গ্রামের রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি (৪৫) ও একই গ্রামের আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩১), একই এলাকার নমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫) ও বাচু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (২৫), জেলা সদরের রঘুনদনপুর এলাকার জালাল খানের ছেলে শাহিন খান (৩২), একই এলাকার নবা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল (২২) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর পোনা গ্রামের মতি কাজীর ছেলে হেমায়েত কাজী (৪০)।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্ততির সময় ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।