বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশিষ্ট সংগীত শিক্ষক ও স্বরলিপি শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমান এর মৃত্যুতে গত ৮ জানুয়ারী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল ১১ টায় স্বরলিপি শিল্পী সংস্থার আয়োজনে যুবিল্যান্ড ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বহুরুপী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেলায়েত মিয়ার সভাপতিত্বে ও যুবিল্যান্ড কাবের সভাপতি মুস্তাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্য তৌহিদুল হক বকুল, ভাংগা সরকারি কে, এম কলেজের সাবেক অধ্য মোশাহেদ হোসেন ঢালী, বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্য নজরুল ইসলাম পান্নু, কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সাবেক অধ্য শহিদুল ইসলাম, সাবেক মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, সারকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবর, প্রভাষক সনোজ কুমার কুন্ডু লিটু, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংস্কৃতি ব্যাক্তিত্ব কামরুজ্জামান খান মুক্তা, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক খাইরুল বাকি শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লা, যুবিল্যান্ড ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী নিশাম, স্বপ্নপুর সাহিত্য সংকলন এর সদস্য এইচ, এম শিশির, মরহুম জিল্লুর রহমানের স্ত্রী মাহফুজা বেগম, তার বড় কন্যা দিশা রহমান মনি, স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহফুজ হাসান প্রমুখ। এসময়ে বক্তারা মরহুম জিল্লুর রহমানের স্মৃতি চারন করে তার লেখা ও সুরে বিভিন্ন প্রকৃতির গান সংরণ করে সিডি আকারে বের করা ও তার নামে মুকসুদপুর সদরে একটি স্মৃতি ফলক স্থাপন করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।