রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রখে দু’ সভাপতি প্রার্থীর দ্বন্দ্বে আওয়ামী লীগ কর্মী মোঃ শাহ আলম শেখ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোহালা ইউনিয়নের সর্বস্তরের জনগন।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট ব্রিজের ওপর দাড়িয়ে বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ হাতে হাত ধরে মানববন্ধন রচনা করে।
মানববন্ধনে হত্যার বিচার সম্বলিত প্লাকার্ড বহন করেন অংশ গ্রহনকারীরা। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সিন্দিয়াঘাট গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে লুৎফার মোল্লা, মিজানুর মোল্লা, জাহাঙ্গীর শেখ, কামাল শেখ, আজাদ খোন্দকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ইমারত হোসেন কিনু মল্লিক ও মোশারফ মল্লিক সভাপতি প্রার্থী ঘোষনা করেন। এ নিয়ে দু’ সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার সকালে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
এ দিন সন্ধ্যায় ইমারত হোসেন কিনু মল্লিকের লোকজন মোশারফ মল্লিকের সমর্থক মোঃ শাহ আলম শেখকে ধরে নিয়ে হাত-পা বেঁধে মধুমতি বিলরুট ক্যানেলের পানিতে ফেলে হত্যা করে। এ ঘটনায় শাহ আলমের চাচাত ভাই আঃ ছত্তার শেখ বাদী হয়ে বুধবার রাতে মুকসুদপুর থানায় ২৭ জনের নাম উল্লেখ সহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামী দাউদ মোড়লকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।