বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি ফসলের সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদ ডিপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি ।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ ১৫ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ চত্বরে ২০১৯-২০২০ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় তিন হাজার ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, গম ,তিল ও পেঁয়াজ এর বিনাম‚ল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতলুবর রহমান, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ প্রমুখ।