মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
বাংলার নয়ন রিপোর্ট:
“ভোটার হয়ে ভোট দেবো দেশ গড়ায় অংশ নেবে ”এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস- ২০২০ পালিত হয়েছে।
আজ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাসেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস-চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুর রহমান, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্প অফিসার ফরিদ আহমেদ,
বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান লেবু, কাজী মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ।