শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুকসুদপুর উপজেলা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বসছে হাট। জমজমাট হাট বসছে মুকসুদপুর উপজেলার বিভিন্ন জায়গায়। পুলিশের ভয়ে দ্রুত হাট-বাজার শেষ করেন হাটে আসা লোকজন। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন উপজেলাবাসী।
নাম প্রকাশ না করা শর্তে এক ব্যবসায়ী জানান, করোনার কারণে হাট বসা নিষেধ রয়েছে, আমরা করোনার ভয়ে বাড়ি বসে থেকে সংসার চালাবো কিভাবে।আমরা দোকান না বসালে আপনারা খাবেন নাকি? আমরা নিজের পেটের ও পরিবারের কথা ভেবে দোকান নিয়ে হাটে এসেছি।
প্রশাসনের নিষেধাজ্ঞা জারি, জনসচেতনতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালতে জরিমানা করার পরেও সচেতন হচ্ছেন না জনসাধারণ।
পেটের দায়ে তারা ঝুকি আছে জেনেও হাটবাজারে দোকান নিয়ে বসছেন। তবে সচেতন মহলের দাবি কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ্য করবেন সে প্রত্যাশা তাদের।