মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক নাগেশ্বরীতে রাতের আঁধারে ঘর তুলে সংখ্যালঘু পরিবারের জমি দখল এডাব- এর ভাইস চেয়ারম্যান হলেন আরিফুর রহমান ডিআরই্উ’র নতুন সভাপতি সালেহ আকন, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত রমজানে মাছ মাংসের চাহিদার বিপরীতে উদ্বৃত্ত খাদ্য অন্য বিভাগে পাঠাতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা পাগলা মসজিদে মিললো ২৯ বস্তা টাকা, চলছে গণনা কারিগরী প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের মাঝে ইপসা’র সার্টিফিকেট প্রদান লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য- সুপ্রদীপ চাকমা পশুরহাটে ‘খাস আদায়ে’ হরিলুট
ভাবড়াশুরের বোয়ালিয়া গ্রামের নিউইয়র্ক প্রবাসি শেখ স্বপনের খাদ্যসামগ্রী বিতরণ

ভাবড়াশুরের বোয়ালিয়া গ্রামের নিউইয়র্ক প্রবাসি শেখ স্বপনের খাদ্যসামগ্রী বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

লকডাউনের শুরুর দিকে ভাবড়াশুর ইউনিয়ানের বোয়ালিয়া গ্রামের নিউইয়র্ক প্রবাসি নাজিম উদ্দীন শেখ স্বপন তার নিজেস্ব তহবিল থেকে নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের অসহায় দরিদ্র ১০৫টি পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করেন। গত ২৯শে এপ্রিল দ্বিতীয় দফায় আবার রমজানকে উপলক্ষ্য করে তিনি ১০৫টি পরিবারকে ত্রান ও ১০টিরও বেশি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। এবারে তিনি ছোলা, মুড়ি, কন্ডেন্স মিল্ক, সিমাই, সাবান ও চিনি প্রদান করেন। তার পক্ষ থেকে তার ভাইও গ্রামবাসীরা ত্রান বিতরণের কাজ সম্পূর্ন করেন। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত শহর নিউইয়র্কে বসবাস করেও দেশের মানুষকে তার এ সহযোগিতা অনেকই প্রশংসা করেছেন। উল্লেখ্য নাজিম উদ্দীন শেখ স্বপন বর্তমানে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান সিটিগ্রুপের হেটকোয়াটার্সে সফটওয়ার ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি এবছরের শুরুর দিকে নিজেস্ব আইটি প্রতিষ্ঠান কেএন আইটি সলুশন, ইনক্ চালু করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com