মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
লকডাউনের শুরুর দিকে ভাবড়াশুর ইউনিয়ানের বোয়ালিয়া গ্রামের নিউইয়র্ক প্রবাসি নাজিম উদ্দীন শেখ স্বপন তার নিজেস্ব তহবিল থেকে নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের অসহায় দরিদ্র ১০৫টি পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করেন। গত ২৯শে এপ্রিল দ্বিতীয় দফায় আবার রমজানকে উপলক্ষ্য করে তিনি ১০৫টি পরিবারকে ত্রান ও ১০টিরও বেশি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। এবারে তিনি ছোলা, মুড়ি, কন্ডেন্স মিল্ক, সিমাই, সাবান ও চিনি প্রদান করেন। তার পক্ষ থেকে তার ভাইও গ্রামবাসীরা ত্রান বিতরণের কাজ সম্পূর্ন করেন। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত শহর নিউইয়র্কে বসবাস করেও দেশের মানুষকে তার এ সহযোগিতা অনেকই প্রশংসা করেছেন। উল্লেখ্য নাজিম উদ্দীন শেখ স্বপন বর্তমানে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান সিটিগ্রুপের হেটকোয়াটার্সে সফটওয়ার ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি এবছরের শুরুর দিকে নিজেস্ব আইটি প্রতিষ্ঠান কেএন আইটি সলুশন, ইনক্ চালু করেছেন।