মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিজের পরিচয় আড়ালে রেখে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন।
বিশ্বস্ত ব্যাক্তির উপজেলার মোচনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী মোঃ সায়মন মোল্যা মাধ্যমে ব্যাবসায়ী খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম ফায়েকুজ্জামান ২৫ টি পরিবারের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন।
অপর দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শাশুনিয়া গ্রামের শেখ মোঃ চয়ন তার নিজ গ্রামে বিশিষ্ট ব্যাবসায়ী খন্দকার গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফায়েকুজ্জামানের এই উপহার সামগ্রী প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে বিতরন করেন। ইফতার সামগ্রী উপহারেরর প্রতিটি প্যাকেটে ছোলা, চিনি,মুড়ি বেসন ও একটি করে তরমুজ।
এই দানোবির ব্যাক্তিটি দীর্ঘ বছর ধরে এলাকার এতিমখানা, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে আসছেন। তিনি বিভিন্ন সময় দুস্থ অসহায় মানুষকে অর্থ দান করেন বিধায় তাকে এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও দানোবির হিসেবে পরিচিতি লাভ করেছেন।