শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার হিন্দুু পরিবারের মাঝে শাঁড়ি ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক শেখ রনি আহম্মেদ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ২ হাজার হিন্দুু পরিবারের মাঝে শাঁড়ি ও খাবার বিতরণ করেছেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ননীক্ষীর ইউনিয়ন আ.লীগের সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ, সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ, সাবেক সহসভাপতি সিরাজুল হক ছিরু,
সাবেক সাধারন সম্পাদক শেখ মো. হারুন, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা, মো. নাজিমুদ্দিন শেখ লিটন , আহাদনুর বাদল এছাড়া স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আওমীলীগ নেতা শেখ রনি আহম্মেদ বলেন, সনাতন ধর্মালম্বী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ননীক্ষীর ইউনিয়নের ২ হাজার হিন্দু পরিবারের মাঝে শাঁড়ি ও প্রসাদ হিসেবে মিষ্টি, আপেল, চিনি, ও নারিকেল বিতরণ করা হয়েছে।