শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের কলিগ্রামে ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে নিজ বাড়ীতে আমেরিকান প্রবাসী অনিমেষ বাড়ৈ দুর্গাপূজা ও তার ছেলে শ্রীমান অনুদ্বীপ বাড়ৈ এর ৩য় জন্মদিন উপলক্ষে ৫ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে এসব শাড়ি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা মন্ডল, বিষ্ণু প্রিয়া বাড়ৈ, ভাষারাম বাড়ৈ, পলাশ বাড়ৈ, সাকাত শেখ, প্রফুল্ল বাড়ৈ, বিনয় পান্ডে, সবিতা বাড়ৈ, প্রনব মজুমদার, রনজিত বালা, মিন্টু হালদার, বিভাষ বৈরাগী প্রমূখ।