শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা, সম্প্রসারণ ও জনপ্রিয় করন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বহুগ্রাম বাজারে এই মাঠ দিবস পালন করা হয়। এসময় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের মোট ১৫টা প্রদর্শণী উদ্বোধন করা হয়।
মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার ভাষমান বেডে সবজি ও মসলা চাষ গভেষনা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নারীরাই হলো কৃষি কাজের অগ্রদুত। এছাড়াও তিনি ভাসমান বেডে সবজি ও মসলা চাষের বিভিন্ন দিকনির্দেশনা কৃষকদের মাঝে তুলে ধরেন। এসব চাষাবাদে রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার ব্যবহারে গুরুত্বারুপ করেন।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বহুগ্রাম ইউপি সদস্য দয়াময়ী কীর্ত্তণীয়া, শিক্ষক অরুন কুমার বিশ্বাস, কৃষক প্রতিনিধি অরুন কুমার বাড়ৈ প্রমুখ।