শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬নং টেংরাখোলা
ওয়ার্ডের শূন্য কাউন্সিলর পদে উপ-নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে মুকসুদপুর পৌরসভার ৬নং সাধারন ওয়ার্ড (টেংরাখোলা) কাউন্সিলর শূন্য পদের উপ-নির্বাচনে কাউন্সিলরদের প্রচারনা জমে উঠেছে। মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন বাংলার নয়নকে জানান, পৌরসভার ৬ নং টেংরাখোলা ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের বরাবর ১৫ নভেম্বর দুই প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র বাছাই হয় ১৭ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৩ নভেম্বর। প্রতিক বরাদ্দ ২৪ নভেম্বর। ভোট গ্রহনের তারিখ ১০ ডিসেম্বর ২০২০। উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীরা ভোটারের বাড়ী বাড়ী ভোট প্রার্থনা শুরু করে দিয়েছেন।
পৌরসভার ৬ নং টেংরাখোলা ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ বাবুল মোল্যা উটপাখী প্রতীক পেয়েছেন। অপর প্রার্থী মশিউর রহমান মিন্টু শরীফ পেয়েছেন পাঞ্জাবী প্রতিক। প্রতীক পাওয়ার পরপরই দুই প্রার্থীর পোষ্টার পৌর সদর লাগানো শুরু হয়েছে। সেই সংগে জমে উঠেছে উক্ত ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন বিরামহীনভাবে।
আকস্মিকভাবে প্রচন্ড শীত পড়লেও গভীর রাত পর্যন্ত চায়ের দোকানের উত্তাপও বাড়ছে। নির্বাচনী আলোচনা যেমন বাড়ছে তেমনি বিগত দিনে দুই প্রার্থীর
কর্মের বৈশিষ্ট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। এখন পর্যন্ত ভোটারদের আচরণ দেখে ধারনা করা যায় জয়-পরাজয়ের ব্যবধান খুব বেশী নাও হতে পারে। ১০ ডিসেম্বর নির্বাচনে কে হচ্ছেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর।
উলেখ্য, মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়।