শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সালথায় জাতীয় শ্রমিকলীগ সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার উপজেলার বাউশখালি বাজার হতে নিজবাড়ি কাজির বলভদী ফেরার পথে কুন্ডুপাড়া মোড় নামক স্থানে হামলার শিকার হন তিনি।
এলাকাবাসীরা জানায় বাউশখালি থেকে ফেরার পথে শাহিনের উপর অস্ত্রধারি একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে শাহিন ও শাহিনের সাথে থাকা সজিব মাতুব্বর গুরত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মুকসুদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাত জাহান জেসমিন সুলতানা জানান খন্দকার সাইফুর রহমান শাহিনের অবস্থা আসংখা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ও অপর সজিব মাতুব্বরকে মুকসুদপুর হসপিটালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলি জিন্নাহ জানান ঘটনাটি জানা মাত্রই আমরা সেখানে উপস্থিত হই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।