রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণীর মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুরে রবি/২০২০-২০২১ বারি সরিষা-১৭ ফসলের মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) সরেজমিন উইং মিজানুর রহমান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি গোপালগঞ্জের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায়, গোপালগঞ্জ জেলা প্রশিক্ষন অফিসার আব্দুল কাদের সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, শহীদুল ইসলাম, ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার প্রমুখ।