রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের বেশ কিছু স্থানে ড্রেজার দিয়ে কুমার নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। বালু উত্তোলনের ফলে নদীর দুই পাশেরর কৃষি জমি নস্ট হচ্ছে।
সরকারি বিধি নিষেধ থাকা সত্বেও এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।
গত কয়েকদিনে সরেজমিন ঘুরে দেখা গেছে বাটিকামারি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পাশাপাশি চার/পাচটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন হান্নান নামের এক বালু ব্যবসায়ী। চনযশরদী ইউনিয়নের হোসেন সেকের পুত্র হান্নান সেক তিনি অত্র এলাকায় হান্নানের ছত্রছায়ায় বালু উত্তোলন হয়। এই বালু ব্যাবসায়ী মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকার কুমার নদ থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে।
এলাকাবাসী জানান বাটাকামারিতে প্রায় ২০টি ড্রেজার রয়েছে,তারা প্রতিদিন বিভিন্ন এলাকার জলাশয় থেকে বালু উত্তোলন করে আসছে।
বালু উত্তোলন বন্ধে কার্যকরী কোন পদক্ষেপ না নেয়ায় লাগামহীন ভাবে চলছে অবৈধ্য বালু উত্তলন। এছাড়াও অবৈধ্য বালু ব্যাবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন ব্যবস্হা নিতে দেখা যায়।
বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ নজরে আনবেন সে প্রত্যাশা এলাকাবাসীর।