মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কর্মরত বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে উপজেলা সদরের চৌরঙ্গীমোড়ে মনোয়ারা শপিং কমপ্লেক্সের ২য় তলায় মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কর্মসুচিতে ছিলো মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কর্ত্তণ ও মিষ্টি বিতরণ।
মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ফয়েজ খান রুমির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডা: রায়হান ইসলাম শোভন, ডা: বুদ্ধদেব মন্ডল, ডা: ভীষ্মদেব মন্ডল, ডা: রিজভী আহমদ, ডা: শাজাহান, ডা: মুত্তাকীন আল আমিন, ডা: দিপ সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, ক্লিনিক ব্যবসায়ী বাবলা খান, মার্কেটের ব্যবসায়ী বিভিন্ন ক্লিনিক ব্যবসায়ী ওষুধ কোম্পানীর কর্মকর্তা ও সুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার খায়ের শরীফ।
মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ফয়েজ খান রুমি জানান, আমাদের প্রতিষ্ঠানে আসা রুগীদের সর্বচ্চ সেবা প্রদান করে থাকি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের কাছে দোয়া প্রার্থী ।