রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
জিএম,আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে“স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সল্পোন্নত দেশথেকে উন্নয়নশীল বাংলাদেশ”২০২১প্রথম দিন উদ্যাপন করা হয়েছে। দুই দিনের প্রথম দিনটি উপলক্ষে ২৭মার্চ সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের হল রুমে এসে শেষ হয়। পরে ১১টায় উপজেলা হলরুমে“স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সল্পোন্নত দেশথেকে উন্নয়নশীল বাংলাদেশ”এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মর্তুজা খান, পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামি, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারগন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল অফিসের কর্মরত কর্মকর্তাগন, স্কুল/কলেজের শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিক, জিও, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি উপজেলা মাঠে“স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সল্পোন্নত দেশথেকে উন্নয়নশীল বাংলাদেশ”২০২১ এ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলেধরে ২৩টি স্টলের সমন্বয়ে দুইদিনের মেলার প্রধান ফটকের ফিতাকেটে উদ্ধোধন করেন ও সবকটি স্টল ঘুরে ঘরে পরিদির্শন করেন। সন্ধ্যায় মাঠ চত্বরে দেশি-বিদেশি শিল্পিদের মনোঞ্জ সংাস্কৃতিক অনুষ্ঠান করা হয়।