শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া পাইকদিয়া গ্রামকে নিয়ে চোট পার্টির গ্রাম উল্লেখ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মিথ্যা খবর প্রচার করায় প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। শুক্রবার বিকালে মিজানুর রহমান মোল্যার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, অত্যন্ত দুঃখ ও ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি বেসরকারি টিভি চ্যানেল মুকসুদপুরে দুই গ্রামের মানুষের পেশা প্রতারনা! এই শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। সেই সংবাদে আমার নাম উল্লেখ করে যে সব তথ্য প্রচার করা হয়েছে সেটা মনগড়া, অসত্য ও ভুয়া এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইকদিয়া পাইকদিয়া গ্রামে খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষ ও প্রবাসীসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারী, উচ্চশিক্ষিত সুশীল প্রবীন এবং ধর্মপ্রাণ মানুষের বসবাস। ভাল-মন্দ মানুষ নিয়েই সমাজের প্রতিটা গ্রামেই মানুষের বসবাস। আমার নাম উল্লেখ করে এমন রিপোর্ট আইকদিয়া পাইকদিয়া তথা মুকসুদপুর উপজেলার জন্য খুবই বিব্রতকর। রির্পোর্টটি একচেটিয়া মনগড়া ও ঢালাওভাবে প্রচার করা হয়েছে। আইকদিয়া পাইকদিয়া গ্রামে বসবাসরত সকল মানুষকে একচাটিয়া ভাবে অধিকাংশ মানুষের পেশা ঠকানো এবং গ্রামের মানুষ প্রতারনার সাথে জড়িত এটি একটি ভিত্তিহীন ভুল সংবাদ প্রকাশ করেছেন। আমি দীর্ঘদিন ধরে মোচনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে এলাকার মানুষের শুনামের সাথে সেবা করে আসছি। ভুলত্রুটি মানুষের থাকতেই পারে সেটাকে পুজি করে ঢালাওভাবে সকলের উপরে দোষ চাপানো দুঃখজনক।সংবাদের শিরোনাম অনুযায়ী এ গ্রামের নারী-শিশুরাও প্রতারনা ও মানুষ ঠকানোর সাথে জড়িত, যা খুবই আপত্তিকর! ভিত্তিহীন সংবাদ প্রকাশে গ্রাম দুটির প্রতি একধরনের বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে সে কারনে গ্রামের মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।গুটি কয়েক মানুষের জন্য গ্রামের সকল মানুষের মান সম্মান নষ্ট করা উদ্দেশ্য প্রণোদিত ও কস্টদায়ক।যদি কেউ অপরাধ করেই থাকে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি প্রতিটি অন্যায় অপরাধের শাস্তি-বিচার কামনা করি। কিন্তু ঢালাও ভাবে কোন গ্রামের মানুষের নামে কুৎসা রটানো ঠিক না।আইকদিয়া পাইকদিয়ায় বসবাসরত মানুষের পেশাকে মানুষের কাছে ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে।যে শিরোনাম দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমন সংবাদ শিরোনামে গ্রামের মানুষের এবং গ্রামের মান সম্মান ক্ষুন্নকরার অপচেষ্টা চেষ্টা মাত্র। আমাকে সমাজে ছোট করার জন্য একটি মহল ষড়োযন্ত্র করেছে। এমন মনগড়া উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।