মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে করোনার উপসর্গে আব্দুল করিম সিকদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাত সোয়া ১০ টার দিকে তিনি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আব্দুল করিম সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার পুটিবাড়ি গ্রামের সাফায়াত সিকদারের ছেলে।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, করোনার উপসর্গ নিয়ে আব্দুল করিম শনিবার সকাল সাড়ে ১০ টায় হাসপাতালে ভর্তি হয়। রাত সোয়া ১০ টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানা যাবে।