বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

রাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেলেন লিয়াকত আলী

রাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেলেন লিয়াকত আলী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলীকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়।

এর আগে, লিয়াকত আলী সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আদেশে বলা হয়, অধ্যাপক ড. লুৎফর রহমানের প্রক্টর হিসেবে দায়িত্বকালের মেয়াদ শেষ হওয়ায় প্রক্টর পদে নতুন নিয়োগ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো। আরো বলা হয়, ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com