সোমবার, ১০ মার্চ ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

বাদশাহ মিয়াঃ

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলা বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, মুকসুদপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম তুষার আহমেদ, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, মহারাজপুর ইউনিয়ন পরিষদ প্রতিনিধি হুসাইন আহমেদ কবিরসহ প্রমূখ।

আলোচনা সভার পূর্বে, কেজি স্কুল মাঠে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com