রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে ঘরের পাটকাঠির বেড়া কেটে মনিষা মালো নামে ৩ বছরের শিশু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে উপজেলার বাটিকামারী মধ্যপাড়া থেকে প্রদীপ মালোর পাটকাঠির ঘরের বেড়া কেটে শিশুটিকে নিয়ে যায়।
জানা গেছে, প্রদীপ ও বিনা মালোর একটি মেয়ে নিয়ে বসতঘরে থাকতো। রাত আড়াইটার দিকে তার ঘরের পাটকাঠির বেড়া কেটে মেয়েকে চুরি করে নিয়ে যায়।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, তিন বছরের একটি শিশু চুরির অমানবিক ঘটনা ঘটেছে। সবদিকে নজর রেখে তদন্তকাজ করছি, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।