সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
মোঃ বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় ৪ কেজি গাঁজাসহ মনির মোল্লা নামে ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃত আসামী উপজেলার দহিসারা গ্রামের শাহজাহান মোল্লার পুত্র মনির মোল্যা।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) জিয়ারুল ইসলাম এর নেতৃত্বে এসআই নাজমুল ইসলাম, এএসআই মনিরুজ্জামান ও সঙ্গীয় কনষ্টেবলসহ রবিবার (২০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের জনৈক মাসুম মুন্সীর মুদি দোকানের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ আসামি মোঃ মনির মোল্লাকে(২৬) গ্রেফতার করে।
এসময় অপর এক আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় দুজনের নাম-ঠিকানা উল্লেখ পূর্বক নগরকান্দা থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।