সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবের মিয়া জসীমউদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের গত ২১/০৬/২০২১ ইং তারিখে এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে সরকারীভাবে নতুন করে নিয়োগ দিয়ে পদায়ন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল জানান, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল সহ বিদ্যালয়ে কর্মরত মোট ২০ জন শিক্ষক ও আটজন কর্মচারীকে নিয়োগ দিয়ে পদায়ন করা হয়েছে। এখন থেকে তারা সরকারী কর্মচারী হিসেবে বেতনভাতা পাবেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১২০০ শত ছেলে মেয়ে অধ্যয়ন করছে। বিদ্যালয়ে আরো শিক্ষক নিয়োগ না দিলে সরকারী বিধি মোতবেক আগামী বছর শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে যাবে। এলাকার চাহিদার বিষয়ে বিবেচনা করে নতুন শিক্ষক নিয়োগের চাহিদা পত্র মন্ত্রনালয়ে পাঠাবেন। উল্লেখ্য গত ২১/০৫/ ২০১৮ সালে সাবের মিয়া জসীমউদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারী করণ করা হয়।