সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
মোঃ সুলতান মোল্যাঃ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন,গত বৃহস্পতিবার ১কে জুলাই থেকে সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
ফরিদপুরের চরভদ্রাসনে কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।
বুধবার (৭ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, চরভদ্রাসন সদর বাজারের বিভিন্ন অলিগলিতে পুলিশ সহ সেনাবাহিনীর টহল দিয়ে যাচ্ছে।
ক্যাপ্টেন মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাদল বাজারের প্রধান সড়কসহ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাচাঁবাজার পরিদর্শন করেন। এছাড়া চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া হোসেন উপস্থিত থাকেন।
এসময় তারা বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদেরকে ঘরে থাকার জন্য সতর্ক করেন এবং যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক পরতে বলেন।
এছাড়াও তারা এসময় বিভিন্ন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ও ঔষুদের দোকানগুলোতে একসাথে বেশিসংখ্যক লোক জড়ো না করার জন্য দোকান মালিকদের সতর্ক করেন।