সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন দিয়েছে সরকার। কিন্তু লকডাউনে বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন না। দোকানপাট, কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানছে না কেউই। বাজারে মানুষের ভিড় চোখে পড়ার মতো। প্রতিদিনই চৌরঙ্গি মোড়ে ভিড় লেগেই থাকে। মুকসুদপুরে ঢিলেঢালাভাবেই পার হচ্ছে কঠোর লকডাউন।
এ উপজেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১১১৪ জন, যাদের মধ্যে ৯৮৮ জন সুস্থ হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
মানুষ অবাধে চলাচল করছে এসব দেখে মনে হচ্ছে কোন প্রকার করোনা নেই মুকসুদপুরে।
মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। উপজেলা সদরের প্রধান সড়কে একাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। কিন্তু তার পরেও অনেক মানুষ বাহিরে ঘুরাফেরা করছে।
তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে পুলিশ ও স্থানীয় প্রশাসন সর্বোচ চেস্টা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী সদস্যরাও মাঝে মাঝে টহল দিচ্ছেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান বলেন, করোনা সংক্রমণের এ হার উদ্বেগজনক। কঠোরভাবে লকডাউন কার্যকর করা না গেলে সংক্রমণের হার কমবে না। মহামারির এ দুঃসময়ে উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।