সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর শহরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।
মুকসুদপুর পৌর সদরের বিভিন্ন স্থানে ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কয়েকদিন ধরেই চলছে।
২৭ আগস্ট শুক্রবার দুপুরে পৌর এলাকার চৌরঙ্গী থেকে মৃধাবাড়ী পর্যন্ত ড্রেন পরিস্কার কার্যক্রমের তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় তিনি বলেন মুকসুদপুর পৌর সদরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন এ অভিযানটি অব্যহত থাকবে। তিনি আরো বলেন, পৌর শহরের প্রতিটি ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লায় বন্ধ হয়ে আছে। প্রতিটি ড্রেন পরিষ্কারের কাজ চলছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিস্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য পৌরবাসীকে অনুরোধ জানান তিনি।
তার এ কার্যক্রমে মুকসুদপুর পৌরবাসী সাধুবাদ জানিয়েছেন।