সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট মঙ্গলবার সকালে মুকসুদপুর থানা চত্বরে উপজেলার মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মোবাইল এজেন্ট ব্যবসায়ীদের টাকা লেনদেনের ধরন, সন্দেহজনক লেনদেন, বড় ধরনের টাকা লেনদেন ও বিভিন্ন ধরনের প্রতারণা থেকে প্রতিকার পেতে ও দিক নির্দেশনামূলক বক্তব্যদেন অতিথিরা।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর সার্কেল অফিসার শাহিনুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, পুলিশ অফিসার, উপজেলার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।