বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ ইকবাল নির্বাচনী আলোচনা ও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।
রবিবার বিকালে উপজেলার বামনডাঙ্গা বাজারে এ আয়োজন করেন গোহালা ইউপি চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক শেখ ইকবাল।
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক শরীফ এর সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাষ্টার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোহালা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান কাজী, আকিদুল ইসলাম বাবুল মিয়া, হুমায়ুন মিনা, নুরু উদ্দিন শেখ, পীর আলী শেখ, ইউপি সদস্য মাহাবুব মিনা, শাহআলম মুন্সি, বাচ্চু শরীফ, গোলাম মওলা, বিশিষ্ট ব্যবসায়ী রিমার্চ শেখ প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী শেখ ইকবাল বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি।
এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-১ আসনের এমপি আমাদের প্রিয় নেতা মুহাম্মদ ফারুক খান ও তার সুযোগ্য কন্যা কানতারা খানের জন্য সবাই দোয়া করবেন।