সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, ভাঙ্গা থানা পুকুর ও ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি বিলে বিভিন্ন প্রজাতির ৪৩৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চারটি স্থানে পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মহসিন উদ্দিন ফকির, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমূখ।